জীবন বদলে দেওয়া সেরা ১০ টি অনলাইন ইনকাম উপায়


 অনলাইন ইনকাম শব্দটি এখন বেশ পরিচিত একটি শব্দ। আপনার আশেপাশে হয়তো অনেককেই দেখবেন যারা প্রতিনিয়ত এই শব্দটি ইউজ করছে। বা অনেককেই হয়তো দেখবেন যারা অনলাইন থেকে ইনকাম করে এখন বেশ স্বচ্ছল জীবন-যাপন করছেন। অনেকে আবার করেছেন বাড়ি-গাড়িও। আসলেই কি এগুলো সম্ভব? বা আদৌ কি অনলাইন থেকে ইনকাম করা যায়? বা অনলাইন থেকে ইনকাম করা গেলে তা কোন কোন সেক্টর থেকে করা যায়? ইত্যাদি প্রশ্ন হয়তো উঁকি দিচ্ছে আপনাদের মাথায়। তাই আজকের আর্টিকেলে এসমস্ত প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করবো অনলাইন ইনকামের সেরা ১০ টি উপায় বা প্লাটফর্মের কথা। যেখানে কাজ করে একজন মানুষ বদলে নিতে পারেন নিজের ভাগ্যকে, হয়ে উঠতে পারেন আর্থিকভাবে স্বচ্ছল।


Table of Contents

অনলাইন ইনকাম কি?
১. ব্লগিং করে আয়
২. অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
৩. ইউটিউব ভিডিও তৈরি করে ইনকাম
৪. ফেসবুক থেকে ইনকাম
৫. ইন্সটাগ্রাম থেকে ইনকাম
৬. ওয়েব ডেভেলপমেন্ট করে ইনকাম
৭. গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম
৮. এসইও করে ইনকাম
৯. কন্টেন্ট রাইটিং করে ইনকাম
১০. ফ্রিল্যান্সিং করে ইনকাম
শেষ কথা

অনলাইন ইনকাম কি?
সহজ কথায় অনলাইন ইনকাম বলতে নেটওয়ার্ক ইউজ করে ইলেক্ট্রনিক ডিভাইসের (কম্পিউটার, মোবাই, ট্যাব ইত্যাদি) মাধ্যমে ভার্চুয়ালি ইনকাম করাকে অনলাইন ইনকাম বলে। এটি শুধু একটি সেক্টর নয়। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে হাজারো সেক্টর। তাই অনলাইন ইনকাম করতে চাইলে আগে আমাদের ঠিক করে নিতে হবে আমরা কোন সেক্টর বা প্লাটফর্ম থেক ইনকাম করবো। যারা এটা নিয়ে দ্বিধাদ্বন্ধে ভুগে থাকেন, তাদের জন্য আমার পরামর্শ হলো, যে বিষয়ের উপর আপনার প্রচন্ড আগ্রহ, যে কাজটা করে আপনি আনন্দ পান, সে কাজটিই আপনি বেছে নেবেন। অন্যথায় আপনি হতাশ হয়ে ঝরে পড়বেন কোনো একদিন।

চলুন আর কথা না বাড়িয়ে জীবন বদলে দেওয়া সেরা ১০ টি অনলাইন ইনকাম উপায় সম্পর্কে জেনে নিই – যা কেউ আপনাকে শেয়ার করবে না।

১. ব্লগিং করে আয়
অনলাইন ইনকামের সেরা উপায় হিসাবে আমি ব্লগিংকেই ১ নাম্বারে রাখবো। কারণ এটি প্যাসিভ ইনকামও। এবং আমি নিজেও ব্লগিং করে ইনকাম করি।

এখন আবার ব্লগিং কি তা জানতে হবে। মূলত অনলাইনে লেখালখি করাকে ব্লগিং বলা হয়। আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করাটা ব্লগিং না। ব্লগিং করার জন্য আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। এবং সেই ওয়েবসাইটে যদি আপনি প্রতিনিয়ত লেখা পাবলিশ করেন তবে সেটাকে ব্লগিং বলা হবে। যেমন- আপনি আমার এই লেখাটি পড়ছেন আমার ওয়েবসাইট “গুরুগৃহ” এর মাধ্যমে। এখানে আমার প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে লেখালেখিটা হলো ব্লগিং।


এখন আসি ব্লগিং থেকে কিভাবে ইনকাম করা যায়। ব্লগিং থেকে কিভাবে ইনকাম করা যায় তা এই ছোট্ট আর্টিকেল দিয়ে বুঝানো সম্ভব না। তা বুঝাতে হলে কম করে হলেও ৫০ টা আর্টিকেল পাবলিশ করতে হবে এই ব্লগিং সম্পর্কে। যা পরবর্তীতে ধাপে ধাপে পাবলিশ করার চেষ্টা করবো। মূলত ব্লগিং করে ওয়েবসাইট থেকে ইনকাম করা হয় বিজ্ঞাপন দিয়ে। আর এই বিজ্ঞাপন পাওয়া যায় বিভিন্ন সোর্স থেকে। গুগল এডসেন্স হলো এরকম বিজ্ঞাপনের সমৃদ্ধ একটি ভান্ডার। আপনি যদি আপনার ওয়েবসাইটটি গুগল এডসেন্স-এ এপ্রুভ করে নিতে পারেন তবে বিজ্ঞাপনের জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না। তখন যত বেশি লেখা আপানার ওয়েবসাইটে থাকবে, তত বেশি আপনি হ্যান্ডসাম একটা এমাউন্ট ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স বাদেও আরও বিভিন্ন বিজ্ঞাপনদাতা সাইট আছে, সেগুলো পরে অন্য একটি আর্টিকেলে আলোচনা করবো।
পরবর্তী আপডেটে জানিয়ে দেব।

মন্তব্যসমূহ